সিকিমে বিশ্ব চলচ্চিত্রের আসর

নিজস্ব প্রতিনিধিঃ
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এবং সিকিম ফিল্ম কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড যৌথ উদ্যোগে সিকিম সরকারের সহযোগিতায় দ্বিতীয় বর্ষে আয়োজিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। আজারবাইজান কে কেন্দ্রীয় দেশ হিসাবে ২৮ ফেব্রুয়ারি থেকে সিকিমে গ্লোবাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি জনাব ফিরদৌসুল হাসান বলেছেন, “২৮ শে ফেব্রুয়ারি থেকে এই উত্সব অনুষ্ঠিত হবে। মিঃ বিনোদ প্রধানকে লাইফটাইম অ্যাচিভ দেওয়া হবে। তথ্যমূলক ফিচার ছবি প্রতি 68 মিনিট’ দিয়ে এই উৎসবের উদ্বোধন হবে। আজারবাইজান এই উত্সবের কেন্দ্রবিন্দু হবে।এদিনের অনুষ্ঠানে পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী গার্গী রায়চৌধুরি, এফএফআই এর প্রেসিডেন্ট ফিরদাসুল হোসেন, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, সিকিম সরকারের পক্ষ থেকে নম্রতা থাপা সহ বিশিষ্টরা। এই বিষয়ে নম্রতা থাপা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম প্রাকৃতিক দৃশ্য, উজ্জ্বল ইতিহাস এবং আধ্যাত্মিক আভা বিশ্বজুড়ে মানুষকে এই হিমলায় আকৃষ্ট করেছে। এফএফআইয়ের সহযোগিতায় আমরা সিকিমে এই জাতীয় উৎসব আনতে পেরে খুশি। ”