সি. পি. ডি.আর এর সাংবাদিক সম্মেলন

তনয় – কলকাতা
কমিটি ফর প্রটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস, ওয়েস্ট বেঙ্গল (সি. পি. ডি. আর ) এর পক্ষ থেকে হাজার হাজার আমানতকারীদের টাকা আত্মসাৎকারী গ্রেটার কলকাতা ইনফ্রাস্টাকচার লিমিটেড ও গ্রেটার কলকাতা ইনফোকোন লিমিটেড এর কর্ণধার সুবীর দত্ত এর গ্রেপ্তার ও আমানতকারীদের সুদসহ টাকা

ফেরত দেবার দাবী নিয়ে সি. পি. ডি. আর সংগঠনের সভাপতি দয়াময় বিশ্বাসের নেতৃত্বে প্রেস ক্লাবে হয়ে গেল তার প্রেস কনফারেন্স. তার সাথে আর ও ঘোষণা করেন 72তম মানবাধিকার দিবসের প্রাক্কালে তাঁদের 16টি দাবী নিয়ে আগামী 10ই ডিসেম্বর 2019, বেলা

1টায় শিয়ালদাহ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বৌবাজার শাখার পাশে 72তম আন্তজাতিক মানবাধিকার দিবসে কমিটি ফর প্রটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস, (সি. পি. ডি. আর ) ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে সমাবেশ সফল করার জন্য অনুরোধ করা হয়।