October 7, 2022

সুনীল সাহা সমাজ সেবা সংস্থা সমাজ সেবায় পা দিল পাঁচ বছরে

রাজকুমার দাস

পথ চলা শুরু ২০১৫ সালে বেলেঘাটা জেলেপাড়া শীতলা মাতা মন্দির এর সামনে একটি বেঞ্চ পেতে তার উপর ৫০ জন ছাত্র ও ছাত্রী দের পড়াশোনা র সামগ্রী বিতরণ দিয়ে। অনেকেই সমাজসেবার সাথে যুক্ত থাকে সারাবছর ধরে কিন্তু একটু ব্যাতিক্রমী ভাবে বিগত পাঁচ বছর ধরে সমাজ কল্যাণের কাজে নিজের স্বর্গীয়

বাবার স্মৃতির উদ্দেশ্য তার ছোট ভাই,বোন ও মা কে সাথে নিয়ে গরীবদের সাহায্যের হাত বাড়িয়েছে বেলেঘাটা র জেলে পাড়া শীতলা মন্দিরের বাসিন্দা সাংবাদিক শ্রী সোমনাথ সাহা। আর্থিক ভাবে পিছিয়ে পড়া বেশ কিছু দুঃস্থ ছাত্র ছাত্রীদের বই খাতা পেন সহ গরীব দের হাতে কম্বল বিতরণ করা হল। স্বর্গীয় সুনীল সাহা ছিলেন উদার মনের একজন সমাজ সেবক কর্মী।তারই সুযোগ্য পুত্র দ্বয় এই প্রথা চালু রেখেছেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র শ্রী মল্লার ঘোষ, শ্রীমতি মল্লিকা ঘোষ, শ্রী রমেন পাল, শ্রী তাপস ঘোষ, শ্রী সঞ্জয় রায়, শ্রী প্রবীর মান্না, শ্রী গোপাল দেবনাথ, শ্রী মৃত্যুঞ্জয় রায়, চিত্র পরিচালক শ্রী বিমল দে, রাজকুমার দাস, শ্রী মতি শিউলি গোমস, সাংবাদিক আশীষ বসাক, সুবোধ

মল্লিক, জনপ্রিয় অভিনেতা গুড্ডু, শ্রী অভিজিৎ মণ্ডল, কবি পলাশ পাল, অমিত কুমার, সংস্থার পক্ষ থেকে শ্রী সঞ্জীব সাহা, সঞ্চালক রীতেশ, সঞ্চালক কুমার রাজা সহ একঝাঁক সাংস্কৃতিক প্রিয়

মানুষ। সোমনাথ সাহা জানান প্রতি বছর শুধুই বাবাকে স্মরণ করা নয় তার চিন্তাধারাকে এগিয়ে নিয়ে গিয়ে মানুষের সেবাকে পিরম ধর্ম করে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়াটাই মূল উদ্দেশ্য এই সামাজিক সেবামূলক কর্মসূচি প্রতিবছরই পালিত করা হয়। এবছর ও তার

সেই গতিপথ একই ভাবে মানুষের কাছে সমাদৃত আছে এবং থাকবে বলে জানান। এই প্রয়াস আরও সুচারু ভাবে প্রসারিত লাভ করুক শুভ কামনা করি। অনুষ্ঠান শেষে অমিত কুমার এর ডান্স ও তার দলের পারফরমেন্স ছিল বেশ উপভোগ্য। সহযোগিতায় ছিলেন বেলেঘাটা জেলেপাড়া কল্যাণ সমিতি সকল সদস্য ও সদস্যরা। ও দাস সাউন্ড এর পক্ষ থেকে শ্রী কাবলি দাস মহাশয়।

ছবি – সাংবাদিক শ্রী অভিজিৎ ভট্টাচার্য ও রমেন কুমার ফ্যান ক্লাব।

About Post Author

Total Page Visits: 418 - Today Page Visits: 2