November 29, 2022

সুন্দরবনে স্ট্রেচার দান করলো লায়ন্স ক্লাব অফ কলকাতা মাগনাটস

নিজস্ব প্রতিনিধি –

লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস বিভিন্ন জায়গায় এবং সুন্দরবনের বিভিন্ন ঘাটে ১০ টি স্ট্রেচার দান করলেন। গোসাবা, বিরাজনগর, আমলমেঠি, হেতালবাড়ী, পাঠানখালী, দয়াপুর, মনমথনগর, ছোট মল্লখালী, পিয়রতলা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। আনুষ্ঠানিক ভাবে গোসাবা গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার এবং লায়নস ক্লাব অফ কলকাতা মাগনেটস এর চার্টার প্রেসিডেন্ট আশীষ বসাক শুরু করেছিলেন স্ট্রেচার প্রদান উৎসব। সঙ্গে ছিলেন বিমান দত্ত, অশিমা দে, লিপিকা সেন চ্যাটার্জি প্রমুখ। নমিতা রায়, রুনা কুন্ডু, অরিন্দম গোস্বামী ও মনিকা ঘোষ সহ খরদা মনান ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা ৫ টি স্ট্রেচারকে অনুদান দিয়েছিলেন। বেবিল্যান্ড, বারুইপুর এই প্রকল্পের বিজ্ঞাপনী অংশীদার। এই স্ট্রেচার সকলের সেবার জন্য নিবেদিত এবং সড়ক দুর্ঘটনা ভুক্তভোগীদের জন্য অগ্রাধিকার প্রাপ্ত লায়ন্স ক্লাব অফ কলকাতা মাগনেটস গারিয়া থেকে বারুইপুর পর্যন্ত বিভিন্ন ট্র্যাফিক পোস্টে আরও ৬ টি স্ট্রেচার অনুদান দিবেন। “আনলক ২০২০” আমাদের মিশনে আরও সোমবৃদ্ধ করতে এবং স্থির সমাজে গতি বাড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছি আমরা, জানালেন ” লায়ন্স ক্লাব অফ কলকাতা মাগনেটস এর চারটার প্রেসিডেন্ট আশিস বসাক । দাতব্য ও সদস্যতার জন্য ফোন- 7001461225.

About Post Author

Total Page Visits: 624 - Today Page Visits: 1