May 17, 2022

সুমনা ও রুপঙ্করের কণ্ঠে নতুন অ্যালবাম

সপ্তর্ষি সিংহঃ

বাংলাদেশের বিশিষ্ট কবি মহসিন রেজার সুরে সঙ্গীত শিল্পী রুপঙ্কর বাগচী ও সুমনার দ্বৈত কণ্ঠে মুক্তি পেল অ্যালবাম “আর কোনও কথা নয়”। অ্যাঞ্জেল ডিজিটাল মিউজিক ভিডিও নিবেদনে ৬টি একক ও একটি দ্বৈত গানের সংকলন নিয়ে দুই শিল্পীর

অ্যালবাম উন্মোচন হল আর কোনও কথা নয়। এই অ্যালবামে ১ টি দ্বৈত কণ্ঠের সঙ্গীত ছাড়াও বাকি ৬টি গানের মধ্যে রুপঙ্কর ছাড়াও পল্লব ঘোষের সঙ্গীত। সম্পূর্ণ একটি প্রেমের গান চিত্রিত হয়েছে মিউজিক ভিডিও তে, ফলে দ্বৈত কণ্ঠে উন্মোচিত দ্বিতীয় অ্যালবাম নিয়ে আশাবাদী শিল্পী সুমনা।

Total Page Visits: 275 - Today Page Visits: 1