সুরদাস ডেভালপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জনসাধারনের কাছে প্রার্থনা

তনয় মণ্ডল – কলকাতা
কোনো প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী মানুষের জন্ম দেয় না। সুস্থ মানুষই প্রতিবন্ধী মানুষের জন্ম দেয়। সুস্থ মানুষই সুস্থ মানুষকে মেরে প্রতিবন্ধী বানিয়ে দেয়। সুস্থ মানুষই রোগে ভুগে বা বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে প্রতিবন্ধী হয়। আকস্মিকভাবে প্রতিবন্ধী হয়ে গেলে তার দূরাবস্তার শেষ থাকে না। মানুষের মর্যাদা হারিয়ে ফেলে বিশেষ করে মহিলা প্রতিবন্ধীরা সুস্থ মানুষই তাদেরকে সেই জায়গায় ঠেলে দেয়। মানুষ বলে অস্বীকার করে। প্রতিবন্ধীদের জন্য যত শতাংশ সরকারী চাকুরীতে সংরক্ষণ হয়েছে, কাগজে কলমে, বাস্তবে সুস্থ মানুষরাই তা অধিকার করে নেয় বিভিন্ন অছিলায়। প্রতিবন্ধীদের পুনঃবাসন ও সমস্তরকম সমস্যা স্থায়ী সুস্থ রকম সমাধানের জন্য —
১)কেন্দ্র ও প্রতিটি রাজ্য প্রতিবন্ধী কল্যাণ মন্ত্রক হলে ভালো হয়, এটি সম্পূর্ণভাবে প্রতিবন্ধীদের উন্নয়নের কথা ভাববে ও বাস্তবায়ন করবে। ২)আলাদা রকমের আইন প্রণয়ন করা দরকার যাতে সর্বক্ষেত্রে প্রতিবান্ধীরা হেনস্থার ও হিংসার স্বীকার না হয়। 3) পার্লামেন্ট থেকে পঞ্চায়েত পর্যন্ত ৩ বা ৪ শতাংশ সংরক্ষণ করা উচিত একতার আইন অনুযায়ী যাতে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন হয়, রাষ্ট্র নির্মাণে তাদের ভূমিকা থাকে। জেলের ভয়ঙ্কর অপরাধীদের নিরাপরতা আছে কিন্তু প্রতিবন্ধীদের নেই। এই তিনটি বিষয় বাস্তবে রূপায়ণ করলে সুস্থ সবল মানুষেরই নিরাপরতা বিধান হবে। এটিকে সুস্থ মানুষের বিমা হিসাবে দেখা উচিত।