May 22, 2022

সূচনা হল নেতাজী বিচার ফাউণ্ডেশন-এর

সপ্তর্ষি ও সোমনাথঃ

দীর্ঘদিন নেতাজীর অন্তর্ধানের বিষয় নিয়ে গবেষনা চলছে। সুভাষ চন্দ্র বসুর নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে দীর্ঘ সময়ে তদন্তে সরব হয়েছেন সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবি জয়দীপ মুখার্জী। এবার সেই বিষয় নিয়ে গঠিত হল নেতাজী বিচার ফাউন্ডেশন। বৃহস্পতিবার শহরে এই সংগঠনের সূচনায় এক অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিধায়িকা দেবশ্রী রায়, সুভাষ চন্দ্র বসুর ভাইজি চিত্রা বসু এবং আইনজীবি জয়দীপ মুখার্জী সহ বিশিষ্টরা। এদিন জয়দীপ মূখার্জী বলেন, যাঁর জন্য স্বাধীনতা এসছে তাঁর বিষয়ে সরকার কেন উদাসীন সেই জন্য এই সংগঠন এর সূচনা হল। তিনি বলেন, এই বছর যেহেতু আজাদ হিন্দ বাহিনীর ৭৫ বছর ফলে আজাদ হিন্দ বাহিনীর ৭২ হাজার কোটি টাকা কোথায় তা সামনে আনা হোক।

Total Page Visits: 820 - Today Page Visits: 1