সূচনা হল ৩০ তম পর্যটন মেলার

সপ্তর্ষি সিংহঃ “বাঙালির পায়ের তলায় সর্ষে”! গ্রীষ্মের ছুটি হোক কিংবা আসন্ন পুজোর ছুটি, ছুটি মানেই ভ্রমন প্রিয় বাঙালির ঠিকানা নদী-পাহাড়-সমুদ্র। আর ভ্রমনের ডেস্টিনেশন ঠিকানার হদিশ নিয়ে নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে শুরু হল ৩০ তম ট্রাভেল টুরিজ্যম ফেয়ার। হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্হান, কেরালার মত বিভিন্ন রাজ্য গুলি অংশ নিয়েছে এই মেলায়। শুক্রবার তিনদিন ব্যাপী আয়োজিত এই মেলার সূচনায় উপস্হিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব অত্রি ভট্টাচার্য, বাংলাদেশ হাই কমিশনার তৌফিক হাসান সহ বিশিষ্টরা। এই মেলায় শুধু দেশের রাজ্য গুলি নয় পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল ও ভূটানের মত দেশ অংশ নিয়েছে।
About Post Author
Total Page Visits: 517 - Today Page Visits: 1