June 29, 2022

সেনকোর ব্র্যাণ্ড অ্যাম্বাসডর হলেন স্বপ্না বর্মন

নিজস্ব প্রতিনিধিঃ

অর্জুন পুরস্কারে সম্মানিত হেপ্টাথলেট স্বপ্না বর্মণ-কে ব্র্যাণ্ড এম্বাসাডর নিয়োগ করল স্বর্ণ প্রস্তুতকারক সংস্হা ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস’। ব্র্যাণ্ড এম্বাসাডর রূপে নিয়োজিত হওয়ার পর ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস’-এর কার্যনির্বাহী নির্দেশক শুভঙ্কর সেন-এর সাথে একযোগে স্বপ্না বর্মণ আজ সংস্থার ‘এভারলাইট’ বেশ কিছু গহনার উন্মোচন করেন।
‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস’-এর তরফে শুভঙ্কর সেন জানিয়েছেন, “সোনা ও হীরের এই গহনাগুলোর দাম শুরু হচ্ছে ৬,৯৯৯ টাকা থেকে।”

Total Page Visits: 254 - Today Page Visits: 1