সেরা জুনিয়র ফুটবলার সায়ন প্রামানিক

তনয় মন্ডল – কলকাতা
‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।’ সত্যিই সব খেলার সেরা। বাঙালির মনে ওতোপ্রোতো ভাবে মিশে আছে ফুটবল। বাংলার ঘর থেকে উঠে এসেছে অসংখ্য বিখ্যাত ফুটবলাররা । যারা ফুটবল খেলার মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করেছে । সেই রকম এখনকার ছেলে সায়ন প্রামানিক একজন ফুটবলার। জুনিয়র ফুটবলার সায়ন প্রামানিক তিনি ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ক্লাবেই খেলেছেন। ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন চার বছর। যার মধ্যে দুই বছর তিনি এই

ক্লাবের অধিনায়ক হিসেবেও খেলেছেন। কিন্তু হঠাৎ করে চোট পাওয়ার জন্য তাকে বিশ্রাম নিতে হয়। তারপর ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দেয়। চোট সেরে যাওয়ার পর তিনি মোহনবাগান ক্লাবে খেলতে শুরু করেন এবং এখনো মোহন বাগান ক্লাবে খেলে চলেছেন। এই বছর সেরা বাঙালি জুনিয়র ফুটবলার হিসেবে পুরস্কৃত হয়েছেন সায়ন প্রামানিক। তিনি খেলাধুলার সাথে সাথে পড়াশোনাটা ও সমান ভাবে চালিয়ে যাচ্ছেন।