September 27, 2022

সেলেব তকমা সরিয়ে বাংলা গানের একজন সাধারণ কর্মী শুভজিৎ

নিজস্ব প্রতিনিধি –

খুব অল্পবয়সে বাংলা গানের জগতে তার নাম অন্যতম উল্লেখ্য, তার কথা, সুর ও গায়কী ভরিয়ে তুলেছে বাঙালি মন তবু সেলেব তকমা সরিয়ে বাংলা গানের একজন সাধারণ একনিষ্ঠ কর্মী তার পরিচয় বলে মনে করেন তিনি, সদ্য পিতৃহারা হয়েছেন এই তারকা শিল্পী, বর্তমান পরিস্থিতিতে কেমন চলছে তার অ্যালবামের প্রস্তুতি, কেমন চলছে তার গানবাজনা সবটা নিয়েই খোলামেলা সেলেব আড্ডায় শুভজিৎ

২০১৯ এ ক্যানভাস প্রকাশের পর কোভিড পরিস্থিতিতে আর অ্যালবাম করা হয়নি, বাংলা সঙ্গীত মেলা ছাড়া সেভাবে আর কোনও মঞ্চ পাওয়া যায়নি কিন্তু প্রতিনিয়ত গানকে সঙ্গী করেই এগিয়ে গিয়েছেন শুভজিৎ, গতবছর পুজোর

ফটোশ্যুট-এর পরই কোভিডে আক্রান্ত হয়ে পরেন এবং সকল অনুরাগীদের কামনায় সেরেও ওঠেন দ্রুত কিন্তু গত মে মাসে হঠাৎ-ই ছন্দপতন; বাবাকে হারিয়ে ফেলেন শুভজিৎ, এমত পরিস্থিতিতে ২০২১ এর অ্যালবামের প্রস্তুতি নিয়েও তা সম্পূর্ণ করে ওঠা সম্ভব হয়নি; সবটা মিলিয়ে মনখারাপের মধ্যেও গানকে নিয়ে এগিয়ে চলেছেন শুভজিৎ

তরুণ প্রজন্মের এই শিল্পীর কথায়, “দীর্ঘদিন এমন পরিস্থিতিতে যে শুধুমাত্র আমরা যারা গান গাই তারা বসে আছি তাই নয়, সমস্ত যন্ত্রশিল্পীরা, ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ, সাউন্ড সিস্টেমে থাকা সকলকে থেকে শুরু করে মঞ্চ সজ্জায় থাকা প্রত্যেকে সমস্যায় আছেন এবং আমি বিশ্বাস করি খুব শিগগিরই আবারও আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো, আবার অ্যালবাম হবে, সবাইকার সাথে দেখা হবে। আমি আমার সকল শ্রোতাবন্ধু-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ যে আমার কঠিন সময়েও তারা সবসময় পাশে থেকেছেন, ভালোবেসে চলেছেন; সকলকে বিজয়া ও দীপাবলির আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই”।।

About Post Author

Total Page Visits: 342 - Today Page Visits: 1