October 6, 2022

সোদপুর শিবম ডান্স গ্রূপের উদ্যোগে বসন্ত উৎসব 2020 অনুষ্ঠিত হল

নিজস্ব প্রতিনিধি – কলকাতা

সম্প্রতি সোদপুর পানিহাটি উদায়ন পল্লীতে অনুষ্ঠিত হয়ে গেল শিবম ডান্স গ্রূপের উদ্যোগে নবম তম বসন্ত উৎসব। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোদপুর পৌরসভার পৌর প্রধান সহ একাধিক গুণী ব্যাক্তিগণ ও বিশিষ্ট সমাজসেবীরা। ঐদিন ওই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও সাংবাদিকদের হাতে সংবর্ধনা তুলে দেন শিভম ড্যান্স গ্রূপের কর্ণধার সৌমেন সাহা।

এছাড়া উপস্থিত ছিলেন ইউটিউব খ্যাত স্যান্ডি সাহা ও মন্টি রায় সহ মিরাক্কেল খ্যাত কমেডি তারকা। নৃত্য সঙ্গীত আবৃত্তি ও বেশ কিছু প্রান্তিক শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দের নৃত্যানুষ্ঠান এর মধ্য দিয়ে পালিত হল এই দিনটা সহযোগিতায় ছিল ছাত্র সংঘ গণপতি উৎসব কমিটি।

About Post Author

Total Page Visits: 1505 - Today Page Visits: 1