স্টেটকন ২০১৯

সপ্তর্ষি সিংহঃ
পশ্চিমবঙ্গে সস্তার আবাসনে জোর দিচ্ছে রাজ্য সরকার। কলকাতায় ক্রেডাই বেঙ্গল আয়োজিত স্টেটকন ২০১৯ শীর্ষক অনুষ্ঠানে রাজ্যের শিল্পবানিজ্য ও অর্থ মন্ত্রী বলেন, রাজ্যে মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এখনও পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ৭৫ হাজার আবাসন ইউনিট নির্মিত হয়েছে, তার মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ সস্তার আবাসন। এদিন তিনি জানান, আমাদের সরকারের আমলে রাজ্যে রিয়েল এস্টেট ক্ষেত্রে ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে। কর্মসংস্হান সৃষ্টি হয়েছে ৪০ লক্ষ। সব মিলিয়ে ১ লক্ষ ৭৫ হাজার আবাসন ইউনিট নির্মিত হয়ছে। তিনি জানান, রাজ্যে অদূর ভবিষ্যতে রিয়েল এস্টেট ক্ষেত্রে ১ কোটি ২৮ লক্ষ শ্রম সৃষ্টি হয়েছে। বর্তমানে রাজ্যে রিয়েল এস্টেট ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার ১৫*৭ শতাংশ। তিনি বলেন, নিউটাউনে কেকেআর ১৭০ কোটি টাকার ডেট ফান্ডিং করেছে। উলুবেড়িয়ায় ইএসআর লজিস্টিক ৭৫ একর জমিতে যে লজিস্টিক পার্ক গড়ছে সেখানে নিউইউয়র্কের ওয়ারবার্গ পিনকাস লগ্নি করছে। এছাড়াও জ্যান্ডার সাড়ে তিন একর জমি নিয়েছে অন্যদিকে, ফ্লিপ কার্ট হরিণঘাটায় বিপুল হাব গড়ছে সেখানে সংশোধিত ডিপিআর অনুযায়ী ১৮০০ কর্মসংস্হান সৃষ্টি হবে।
ক্রেডাই বেঙ্গলের সভাপতি নন্দু বিলানি বলেন, কলকাতা লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার কিছু অঞ্চলে বাজার দামের তুলনায় সার্কেল রেট অনেকটা বেশি এবং এব্যাপারে সরকার উপযুক্ত ব্যবস্হা নিক। এই বিষয়ে মন্ত্রী বলেন, সার্কেল রেট কীভাবে বাস্তবসম্মত করা যায় তা খতিয়ে দেখতে ডেলয়েট কে নিয়োগ করা হয়েছে।