January 23, 2022

স্বর্গীয় দ্বিজেন ঘোষ মহাশয়- এর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান পালন

মহন্ত দাশগুপ্ত – উত্তর চব্বিশ পরগনা

সারাবাংলা বাস্তুহারা সমিতির অন্যতম রুপকার এবং নৈহাটি বিজয়নগর কলোনির অন্যতম প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় স্বর্গীয় দ্বিজেন ঘোষ মহাশয়- এর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হয় নৈহাটি পাওয়ার হাউস মোড়ে তারই বাস ভবন প্রাঙ্গণে। এই শত বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মন্ডলীর কো-অর্ডিনেটর কানাইলাল আচার্য,বিক্রম বোস, কৃষ্ণ ভট্টাচার্য, ইউ,সি,আর,সি-র নেতা দীপক

ভট্টাচার্য,পরেশ সরকার, তমস গুহ,পৌরপ্রশাসক মন্ডলীর কো-অর্ডিনেটর সুপ্রবীর চৌধুরী, ইন্দ্রানী কুন্ডু মুখার্জি, গোপাল চক্রবর্তী, ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতা চিনময় গাঙ্গুলী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বর্গীয় দ্বিজেন ঘোষের স্ত্রী হিমানী ঘোষ,দুই কন্যা রাজশ্রী ঘোষ ও পৃথা ঘোষ, পার্থ ঘোষ ও তার স্ত্রী শীলা ঘোষ।সকলেই উপস্থিত ছিলেন এই মহতী ও উদ্বাস্তু আন্দোলনের

নেতা দ্বিজেন ঘোষের শতবার্ষিকী অনুষ্ঠানে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রহ্লাদ দাস। এদিনের এই শোকাচ্ছন্ন অনুষ্ঠানে অনেকেই দ্বিজেন বাবুর জীবনের অনেক কিছু ঘটনা ও হারিয়ে যাওয়া অনেক কথা তুলে ধরেন এবং ব্যাখ্যা করেন জনসমক্ষে।

Total Page Visits: 46 - Today Page Visits: 1