September 27, 2022

“স্মৃতি” ওয়েব ফিল্মের মাধ্যমে কামব্যাক টলি অভিনেত্রী মধুমিতার

নিজস্ব প্রতিনিধি –

টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কামব্যাক স্টোরি খুব একটা শোনা যায় না। সেই খুব অল্পপরিসর লিস্টে এবার নাম লেখালেন অভিনেত্রী মধুমিতা কুশারী (মধু) , তার ‘স্মৃতি’ ওয়েব ফিল্মের মাধ্যমে। ছবিটির কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, সম্ভবত খুবই শীঘ্রই দৃশ্যধারণ শুরু হবে। ছবিটির নাম ভূমিকায় মধুমিতা নিজেই।

এই ছবিটি পরিচালনা করছেন আকাশ সরকার। তার নিজের কথায়, “আমার ছবিগুলোয় বরাবরই একটা নিজস্বতা থাকে, এটাও তার ব্যতিক্রমী নয়।

মধুমিতা আগে অনেকগুলো মেগাসিরিয়ালে ও নানা ওয়েব সিরিজ এবং ফিল্মে কাজ করেছে। এখন এই প্রজেক্ট নিয়ে তিনিও খুব এক্সসাইটেড, “এই ছবিতে আমি একজন কেয়ারিং দিদি এবং আরেকধারে একজন আদ্যপান্ত প্রেমিকা, যে নিজের অতীতের কথা সহজে ভুলতে পারে না। মূলত সম্পর্কের টানাপোড়েনেই গল্পটা এগোবে।” এই ছবিটির প্রযোজকও মধুমিতা নিজেই।

‘স্মৃতি’ ছবিটির সংগীত পরিচালনা করছেন অর্ণব পাল, তিনি এর আগে বেশ কয়েকটি কাজে সুর দিয়েছেন। ছবিটির চিত্রনাট্য লিখছেন অনির্বাণ চক্রবর্তী এবং অ্যাসোসিয়েট প্রোডিউসার সানি ভড়।

About Post Author

Total Page Visits: 178 - Today Page Visits: 1