হতে চলেছে আকলেড প্রিমিয়ার লিগ

রাজকুমার দাস:
স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।তাই নিজের অপূর্ণ ইচ্ছের বাস্তবায়ন অন্যের মধ্যে দেখতে চান ফিদাউল হক। আর এই ইচ্ছে কে জয় করে এখন ১৫০০ক্রিকেটার যারা পেশাদার নয় ,তাঁদের নিয়ে আকলেড প্রিমিয়ার লীগ ও কর্পোরেট প্রিমিয়ার লীগ আয়োজন করতে চলেছেন ফিদাউল

হক। কলকাতা প্রেস ক্লাবে তারই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেটের এক্স ক্যাপ্টেন শ্রী দিলীপ ভেঙ সরকার। এদিন ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি কলকাতার ছয়টি মাঠে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই টুর্নামেন্টে চলবে। এই

খেলা রঙ্গীন পোষাক সাদা বল সাদা পোশাকে লাল বলে শুরু হলো টি টুয়েন্টি ধাঁচের টুর্নামেন্ট এবং পিঙ্ক বল সাদা পোশাকে শুরু হলো টি টেন ধাঁচের টুর্নামেন্ট।
এই খেলা অনেক ক্রীড়া প্রেমিকদের কাছে বাড়তি পাওয়া হবে বলে উদ্যোগতারা মনে করেন যা সত্যি অনবদ্য।