হাওড়া প্রেস ক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল মারিয়াস ডে স্কুলে

সত্যজিৎ চক্রবর্তী –
হাওড়া প্রেস ক্লাবের ৪৩ তম দিবস পালিত হলো মারিয়াস ডে স্কুলে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মারিয়াস ডে স্কুলের কর্ণধার ও রাজনীতিবিদ অমিতাভ দত্ত, ডাঃ সুজয় চক্রবর্তী হাওড়া কর্পোরেশন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান, শঙ্কর সান্যাল, বিশিষ্ট সমাজসেবক ও হাওড়া চেম্বার অফ কমার্সের কর্মকর্তা, রথীন্দ্র মোহন চক্রবর্তী (আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক, এডিটোরিয়াল বোর্ডের) ও এইচপিসির প্রতিষ্ঠাতা তাপস কুমার কুন্ডু। অনুষ্ঠান শুরু হয় ক্লাব সম্পাদক সুজিৎ পালের ভাষণের মধ্য দিয়ে। তিনি ক্লাবের ইতিহাস তুলে ধরেন, তারপর প্রতিষ্ঠাতা

তাপসবাবু, তার বক্তব্য রাখেন, সুজয় বাবু ক্লাবের যাযাবরের মত বিভিন্ন সময় বিভিন্ন অফিস থাকার জন্য তিনি মনে করেছেন ক্লাবের একটা স্থায়ী স্থানের দরকার, সেজন্য প্রতিশ্রুতি দেন, তথ্য কেন্দ্রের সঙ্গে কথা বলে এদের বসার একটা স্থায়ী ব্যবস্থা করা যায় কিনা। তবে তিনি বলেন এখানে রাজনীতিবিদরা ঢুকলে কি হবে বলতে পারছিনা। অমিতাভ দত্ত যার ইস্কুল ক্লাব ব্যবহার করে তিনি বলেন যতদিন খুশী ক্লাবের কাজকর্ম এখানে চলুক। সঙ্কর বাবু ক্লাবের দীর্ঘজীবী কানা করেন, রথীন্দ্রমোহন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন নতুন সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান করেন। অবশেষে কয়েকজন সাংবাদিকদের সম্মানিত করা হয়।