January 22, 2022

হিন্দুস্হান ক্লাবে খুঁটিপূজোর মধ্যে দিয়ে দুর্গা পূজার শুভ সূচনা

সপ্তর্ষি সিংহঃ

খুঁটিপুজোর মাধ্যমে শারদৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। শহরের বিভিন্ন পুজো কমিটি গুলি তাঁদের খুঁটিপুজো সেরে ফেলেছে। কিন্তু রথের দিন চিরাচরিত রীতি মেনে বৃহস্পতিবার হিন্দুস্হান ক্লাবে খুঁটি পুজো হয়ে গেল। মূলত রাজ্যের স্বাস্হ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো নামে খ্যাত গড়িয়াহাট হিন্দুস্হান ক্লাবের খুঁটিপুজোয় উপস্হিত হয়েছিলেন রাজ্যের বিদুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান সদস্যরা।

Total Page Visits: 212 - Today Page Visits: 1