১৪ তম বর্ষে আবাহন ডান্স অ্যাকাডেমী

নিজস্ব প্রতিনিধি – কলকাতাঃ
টালা পার্ক মোহিত মৈত্র মঞ্চে আবাহন ডান্স অ্যাকাডেমী তাদের চোদ্দ তম বর্ষ উদযাপন করল নৃত্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৃত্য গুরু অলকা কানুনগো, নৃত্য গুরু কলাবতী দেবী, নৃত্য গুরু মহুয়া মুখোপাধ্যায়, নৃত্য গুরু শ্রুতি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়াও আবাহন ডান্স অ্যাকাডেমীর প্রতিষ্ঠাতা মৌমিতা মজুমদার গাঙ্গুলি। মৌমিতা ও তার ডান্স অ্যাকাডেমী সম্পর্কে তার নৃত্যগুরু তথা বিশ্বভারতীর শিক্ষিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায় বলেন, মৌমিতা আরো অনেকের মধ্যে নৃত্যের মাধ্যমে সুষ্ঠু সংস্কৃতি মনষ্কতা ছড়িয়ে দিতে চায়, যা তাকে গর্বিত করে। উপস্থিত সকলেই মৌমিতা ও তার শিক্ষার্থীদের নৃত্যের ভূয়সী প্রশংসা করেন।