August 17, 2022

১৬ তম বর্ষে পদার্পণ করলো প্রগতি বাংলা উৎসব

নিজস্ব প্রতিনিধি –

যোগেশ মাইমে হয়ে গেল প্রগতি বাংলা ১৬ তম বার্ষিক উৎসব। মূল আয়োজক প্রফেসর ডাঃ শ্রী অরিজিৎ কুমার নিয়োগী। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রূপান্তর কামীদের নিয়ে ফ্যাশন শো ও বিশেষ ভাবে সক্ষম,

প্রতিবন্ধী ও অন্ধ দের ফ্যাশনশো। বাঙালি আনাকে তুলে ধরতে সবাই পড়ে ছিলেন এই শোতে ধূতি পঞ্জাবি ও শাড়ি। এই সমগ্র ফ্যাশনশো এর করিও গ্রাফি

করেছেন শ্রী অচিত রায়। উপস্থিত ছিলেন শ্রী মতি রঞ্জিতা সিনহা, ডাঃ অরুণজ্যোতি ভিক্কু,প্রফেসার শ্রী সুজয় বিশ্বাস, পন্ডিত সঞ্জয় অধিকারী, পন্ডিত শুভঙ্কর ব্যানার্জি, সঙ্গীতা সিনহা ও অরিজিৎ দত্ত

প্রমুখ। ডিজাইনার ছিলেন প্রফেসার সৌমেন ঘোষ, জন সেনগুপ্ত ও শ্যামল মল্লিক। বঙ্গগৌরব সম্মাননা ২০২১ এ ভূষিত হন ৬৫ জন কৃতী বাঙালি। অনুষ্ঠানিক ভাবে

প্রগতি বাংলার ২০২১ সালের ৩ টি ক্যালেন্ডার উৎঘাটন করা হয় এর অনুষ্ঠানে।

About Post Author

Total Page Visits: 617 - Today Page Visits: 2