২৫ বছর সম্পূর্ণ দক্ষিনী প্রয়াসের

সপ্তর্ষি সিংহঃ
২৫ বছর ধরে একটি সংগঠন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কাজ করছে। দক্ষিণী প্রয়াসের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হল কলকাতার আইসিসিআর–এ। শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। যার প্রথম এবং প্রধান লক্ষ্য হল তরুণ প্রজন্মের মধ্যে কিছু বদল আনা। যাতে তারা আগামী দিনে দেশের দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারেন।এই ভাবনা থেকেই ২৫ বছর আগে কাজ শুরু করেছিল দক্ষিণী প্রয়াস। নলিনী মুখার্জির উদ্যোগে। মাদুরদহের কয়েকজন শিক্ষাবঞ্চিতের কাছে শিক্ষার সুযোগ করে দেওয়ার মাধ্যমে। গাছের তলায় শুরু হয়েছিল পাঠশালা। তখন পড়ুয়ার সংখ্যা ছিল মাত্র ৪। দক্ষিণী প্রয়াসের ২৫ বছর পূর্তি উপলক্ষে ওই প্রতিষ্ঠানের যুগ্ম–সম্পাদক অনুভূতি প্রকাশ বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রোজই নতুন কিছু না কিছু করার ভাবনাচিন্তা করি। আমরা স্বামী বিবেকানন্দের দেখানো মানুষের মতো মানুষ তৈরির পথে হাঁটছি।’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চীনের কনসাল জেনারেল ঝা লিইয়ু।