June 29, 2022

৩৫টি দেশের আড়াইশো ছোটদের ছবির সম্ভার নিয়ে সাজানো নবম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

রাজকুমার দাস:

আর কিছু সময়ের অপেক্ষা ,তারপর সেই মাহেন্দ্রক্ষণ,
১৯শে জানুয়ারী নবম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এর সূচনা হতে চলেছে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন তথ্য ও সংস্কৃতি বিভাগের সেক্রেটারি শ্রীমতী পিয়ালী সেনগুপ্ত,সাথে ছিলেন শিশু কিশোর একাডেমী র তরফে শ্রী শেখর চ্যাটার্জী,সাংবাদিক নির্মল ধর প্রমুখ। নন্দনে এবছর উদ্বোধনী ছবি আজীজ খান পরিচালিত ১০৯মিনিটের ছবি “হামিদ”-দেখানো হবে।উৎসবে ৩৫টি দেশের প্রায় আড়াইশো ছোটদের ছবি দেখানো হচ্ছে।আট দিনের এই উৎসব শহরে দশটি ভেনিউ তে দেখানো হতে চলেছে।স্টিভেন স্পিলবার্গ,তপন সিনহা,নাগেস

কুকুনুর রেট্রোস্পেক্টিভ বিভাগে এনাদের ছবি ছোটরা দেখতে পাবে।শিশু কিশোর একাডেমি এই উৎসব পরিচালনা করে আসছেন বেশ সুচারু ভাবে।
উদ্বোধনের দিন হামিদ ছবির পরিচালক ও খুদে অভিনেতা তালহা আরশাদ বেশি র হাত ধরেউৎসব মুখর হবে ।অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস,ইন্দ্রনীল সেন,পরিচালক সন্দীপ রায়,শিশু কিশোর একাডেমির চেয়ারম্যান শ্রীমতী অর্পিতা ঘোষ,মাননীয় বিবেক কুমার প্রমুখ।সাথে ক্ষুদে দর্শক রা তো আছেই।ফিল্ম ফেস্টিভ্যাল চলবে আগামী ২৬শে জানুয়ারী পর্যন্ত্য।

Total Page Visits: 343 - Today Page Visits: 1