৩৯ তম রক্তদান শিবির হয়ে গেল রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি –
৯৫ কেশব চন্দ্র সেন স্ট্রিটে রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ২০২১ । উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী (এম. এল. এ ), সাধনা বোস, স্বপন সমাদ্দার, অরুন হাজরা, তমগ্ন ঘোষ, সৌম বক্সী, প্রবন্দ রায় এবং

সুপর্ণা দত্ত। এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন ৭৬ রক্তদাতা। রক্তদান মহৎ দান তাই স্বাভাবিক ভাবেই রক্তদানের মতন পুন্য কাজে এগিয়ে আসা সকলের কর্তব্য এই মহৎ কাজে অংশ গ্রহণ করেছেন বহু মানুষ এবং আগেও এই ধারা অব্যাহত রেখে এই ভাবেই এগিয়ে আসবেন আরো অনেকে। রক্তদান শিবিরের আয়োজক রা হলেন শ্রী হীরণময় বাগ, সুরেশ সিং, শঙ্কর বণিক, মৃত্যুঞ্জয় রায় (ন্যাপা), সতীশ গুপ্তা, অজিত দত্ত প্রমুখরা এবং সহযোগিতায় ছিলেন ই-বুকলিস্ট ।