October 6, 2022

৪০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুপর্ণা দত্তের উদ্যোগে বিদ্যাসাগর উদ্যানে (কলেজ স্কয়ার) নবনির্মিত ওয়ার্ড অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি –

কলকাতা পৌরসভার ৪০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুপর্ণা দত্তের উদ্যোগে বিদ্যাসাগর উদ্যানে (কলেজ স্কয়ার) নবনির্মিত ওয়ার্ড অফিস উদ্বোধন হয়ে গেল। এই নতুন ওয়ার্ড অফিস উদ্বোধন হওয়াতে ওখানকার মানুষের সুবিধে

অসুবিধে খুব সহজেই জানতে পারবে ওয়ার্ডের পৌর প্রতিনিধি। ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধির সাথে ওখানকার মানুষের জনসংযোগ আরো বেড়ে গেল।
এই নতুন ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা দত্ত, সোমা চৌধুরী, রাজেশ সিনহা, প্রবন্ধ রায়, বিশ্বরূপ দে, অরুণ হাজরা, রেহেনা খাতুন ছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা।।

About Post Author

Total Page Visits: 98 - Today Page Visits: 1