খুঁটি পুজো হয়ে গেল রামমোহন স্মৃতি সংঘের

সাধনা মিস্ত্রি , কলকাতা
গত ১১ই আগস্ট “রামমোহন স্মৃতি সংঘ” ২৪ এ আমহার্স্ট রোড কলকাতা ৭০০০০৯ এ ২০১৯ এর দুর্গাপূজার সূচনা হয়ে গেল খুঁটি পূজার মাধ্যমে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য বিধায়ক স্মৃতি বক্সী, সৃজন শিল্পী পাপাই সাঁতরা ও প্রতিমা শিল্পী

দীপঙ্কর পাল । রামমোহন স্মৃতি সংঘ বহু বছর ধরে থিম প্যান্ডেল করে চলেছে। কলকাতার বুকে বহু শিল্পী এই ক্লাবে কাজ করেছেন। ২০১৯ এর দূর্গা পূজার জন্য তারা বেছে নিয়েছেন শিল্পী পাপাই সাঁতরাকে । প্রথম বছর কাজ পেয়ে নিজের আবেগ প্রকাশ করলেন পাপাই সাঁতরা। “বৃত্ত” অর্থাৎ গোল এটিই হলো এ বছরের আকর্ষণীয় থিম যা সজ্জিত হতে চলেছে পাপাই সাঁতরার হাতে। পৃথিবীতে এমন অনেক বস্তু আছে যার আকৃতি বৃত্ত, সে আকাশের চাঁদ থেকে শুরু করে মায়ের কপালের টিপ সব কিছুরই আকৃতি বৃত্ত সেই বৃত্তকেই এবছরের হাতিয়ার করে নিয়েছেন শিল্পী পাপাই সাঁতরা।
ছবি – রাজেন বিশ্বাস।