May 22, 2022

ফাগুনী সংঘের খুঁটি পুজো

নিজস্ব প্রতিনিধি –

অপেক্ষার মাত্র আর মাস খানেক , আর কিছু দিন পরই মায়ের আগমন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শরতের সুভারম্ভ। ১৯৪২ সালে ফাগুনী সংঘ প্রতিষ্ঠিত ২ ভাদ্র ইংরেজির ১৮ই আগস্ট ২০১৯ তাদের ৭৮ তম দুর্গোৎসবের সূচনা হল খুঁটি পুজোর মাধ্যমে। খুঁটি পূজা উৎসবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী মনীশ গুপ্ত

মহাশয় , শ্রী জয়ন্ত মিত্র মহাশয় ও ৬৮ নং ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতি সুদক্ষিণা মুখার্জী মহাশয়া। ফাগুনী সংঘের এবছরের আকর্ষণীয় থিম পুরোনো এবং নতুন কলকাতা নিয়ে প্রকট মেলবন্ধন। প্রতিমা শিল্পী নব কুমার পাল ও সুদীপ্তা। এবছর তারা নিউজ বেঙ্গল অনলাইনকে মিডিয়া পার্টনার হিসেবে পেয়ে আনন্দিত।

Total Page Visits: 123 - Today Page Visits: 1