বঙ্গনারী দেবশ্রী চক্রবর্তী

সাধনা মিস্ত্রী, কলকাতা,
কলকাতার মেয়েদেরকে নিয়ে কাজ করতে চান বঙ্গ তনয়া দেবশ্রী চক্রবর্তী। সম্প্রতি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে ইন্টারন্যশনাল ফটোগ্রাফি প্রদর্শনীতে তার ছবি স্থান পেয়েছে এবং পুরস্কারও নিয়েছে। শুধু

সাংবাদিকদের চোখেই নয় বিশিষ্ট ফটোগ্রাফারদের চোখেও তার ছবি শ্রেষ্ঠত্বের দাবী রেখেছে। সম্প্রতি পুনের হায়াতে অনুষ্ঠিত মিসেস সুন্দরী প্রতিযোগিতায় ভারতের ৫০ জন মহিলা প্রতিযোগিকে পেছনে ফেলে জয়ী হয়েছেন বঙ্গনারী দেবশ্রী চক্রবর্তী। মূলত পোটেট আর ফ্যাশন ফটোগ্রাফী নিয়ে ঝাঁপিয়ে পড়তে চান

দেবশ্রী। আর তার জন্যই আয়োজিত এই সাংবাদিক সম্মেলন। তার মতে, বাংলার মেয়েরা যদি ফটোগ্রাফী, ফ্যাশন, ও মডেলিং এ আসতে চান তাহলে তার জন্য তিনি সবসময় তাদের পাশে আছেন।সঙ্গে সুযোগ পাবে

সমাজের তৃতীয় লিঙ্গের মানুষও। বহুদিন কর্পোরেট দুনিয়ায় কাজ করার পর এখন তিনি কলকাতার মেয়েদের সাবলম্বী করতে উদ্যোগ নিয়েছেন।