হাওড়ার বাকসাড়ার সরকার বাড়ির জগন্নাথের উল্টো রথযাত্রা উৎসব

সত্যজিৎ চক্রবর্তী – হাওড়া
সারা ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে রথযাত্রার উৎসব হয় বিশেষ করে উড়িষ্যা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের কলকাতা, মহেশ। এর মধ্যে হাওড়ার বাকসাড়ার সরকার বাড়ির জগন্নাথের উল্টো রথযাত্রা উৎসব একটা অন্যতম উপলব্দি লক্ষ করা গেল। এই উপলক্ষে পুজোটা মানুষের নজর কারার মত উৎসব। করোনা আবহের মধ্যেও সেরাম এই বছর জাঁকজমক না করলেও কোনোমতেই পালন করা হলো রথযাত্রা উৎসব।
About Post Author
Total Page Visits: 288 - Today Page Visits: 1